৪১ বার পড়া হয়েছে
আকর্ষণ
নিজাম শাহ্
দেহ পর্দায় আবরিত
কি রূপটি তার,
কে জাগায় অনুভূতি
কি’বা তার আকার?
কে কয় কথা, ভিতরে বসি
বাজায় প্রেমের সুরে
আকর্ষণ করা কৃষ্ণ বাঁশি ।
কোথা হতে আসে ঐ সুর তরঙ্গ
প্রেমোজ্বালায় জ্বলে-রে অঙ্গ
তারে ধরি কি প্রকার?
ক্ষণেক বাজাও অতি কাছে
বসে থেকে হৃদয় পাশে
উঠবে যেন স্বরূপ বেশে
নাচতে আনন্দের বাজার ।
৪ Comments
congratulations.
আন্তরিক ধন্যবাদ স্যার । ❤️🌹
Go ahad
অনুপ্রাণিত হলাম সুপ্রিয় । আন্তরিক ধন্যবাদ ।