২০৬ বার পড়া হয়েছে
আকর্ষণ
নিজাম শাহ্
দেহ পর্দায় আবরিত
কি রূপটি তার,
কে জাগায় অনুভূতি
কি’বা তার আকার?
কে কয় কথা, ভিতরে বসি
বাজায় প্রেমের সুরে
আকর্ষণ করা কৃষ্ণ বাঁশি ।
কোথা হতে আসে ঐ সুর তরঙ্গ
প্রেমোজ্বালায় জ্বলে-রে অঙ্গ
তারে ধরি কি প্রকার?
ক্ষণেক বাজাও অতি কাছে
বসে থেকে হৃদয় পাশে
উঠবে যেন স্বরূপ বেশে
নাচতে আনন্দের বাজার ।
৪ Comments
congratulations.
আন্তরিক ধন্যবাদ স্যার । ❤️?
Go ahad
অনুপ্রাণিত হলাম সুপ্রিয় । আন্তরিক ধন্যবাদ ।