রোকসানা সুইটি’র কবিতা:
কদাচিৎ দুঃস্বপ্ন
প্রতিশ্রুতি ছিলো সমুদ্রের বিশালতা দেখতে যাওয়ার,
নাকি মিথ্যা স্বপ্নের ব্যসাতী সাজিয়ে প্রলুব্ধ করলে!
জানা হলো না…
সাহস হয় যদি কোন দিন একাকিত্বের বাঁধন ছেঁড়ার…
তবে কী শূন্যতা ঘেরা জীবন পূর্ণতায় ভরপুর হবে?
কি এক কদাচিৎ দুঃস্বপ্ন গ্রাস করেছিলো ,
সেই চোখের বিস্ময়ে বিশালতা খুঁজে পাইনি পড়ন্ত বিকেলে,
পড়ে যাওয়া কফির মতোই উপচে পড়লো স্বপ্নগুলো…
পুড়ে যাওয়া স্বপ্নেরা ভাবনার করিডোরে হেঁটে যায় নিঃশব্দে…
তবে কি, কখনো কখনো অপ্রয়োজনেও ভালোবাসা হয়!
২৬ আগস্ট ২০২১খ্রিঃ
হারিয়ে খুঁজি
নিজেকে খুঁজেছি বহুপথ হেঁটে নম্র শিতল ভোরে!
খুঁজেছি সাত রঙা রঙধনু সজ্জিত কৃষ্ণ মেঘের আড়ালে।
নিজেকে হারিয়েছি সেই যে কোন সুদূরে!
তীব্র মধুময় খেলার ছলে, দুরন্ত শৈশবে।
লাবণ্যময়ী কৈশোরে হারিয়েছি ক্ষণিকের তরে।
চোখের তারায় স্বপ্ন হয়ে ভেসেছি নানান চোখের আলোকে।
যৌবনবতী হয়ে হারিয়েছি প্রেয়সীরুপে,
খুঁজেছি সীমাহীন কষ্টের ছলে!
নিজেকে আজও খুঁজে চলেছি,
পরিচিত সেই আকাশ ভরা তারার মেলায়, নানান রঙের গানের সুরে।
সেই যে আমার মৌনতায় ভর করা বৃষ্টি মেঘময় ক্লান্ত জীবনে,
সেখানেও খুঁজেছি আমার আমিকে!
খুঁজেছি অভিজ্ঞতার সাক্ষী প্রতিটা বলিরেখায় আঁকা মানচিত্রের মাঝে।
আরশি কাঁচে ঝাপসা চোখে তাকিয়ে আজও খুঁজে চলেছি আমাকেই।
তীব্র অনুভূতি গুলো আজকাল বড্ড দূরদেশী
হয়ে গেছে।
নিজেকে হারিয়েছি সহস্র আলোকবর্ষ চকিতে পার হয়ে।
নদীর ধারে ভাঙনের খেলা দেখতে দেখতে বিলীন হয়ে যায় সব স্মৃতিপট।
সেখানেও খুঁজে যাই নিজেকেই নিজে।
সহাস্যমুখে দূরত্বের চেয়েও বহুদূরে নিজেকেই হারাই।
খুঁজে চলেছি তো চলেছি, আমার আমিকে …
৯জুন ২০২১খ্রিঃ
সময়ঃ রাত ১:২৮মিঃ
১ Comment
ভালো লাগল