২২শে আগস্ট আমার একমাত্র রাজকন্যা শচির জন্মদিন।
(মেয়েকে নিয়ে মায়ের স্মৃতিচারণ)
মা হওয়া একজন নারীর জীবনের সবচেয়ে স্মরণীয় আর অনুপম অনুভূতি। আমার সৌভাগ্য এই যে আমি এই গৌরবময় মুহূর্ত উপভোগ করার সুযোগ পেয়েছি। শচি নামটি আমার কবি স্বামী দিয়েছিল জীবনানন্দের গ্রাম ও শহরের গল্পের নায়িকার নাম অবলম্বনে। আমার বিয়ের দুমাস পরেই আমি মা হতে চলেছিলাম। আমার স্বামীর সাথে মধুময় সম্পর্ক নিয়েই আমরা দুজন বরিশালে বিয়ের পরে জীবনানন্দ দাশের বাড়িতে ঘুরতে গিয়ে ও বলেছিল মেয়ে হলে নাম হবে শচি আর ছেলে হলে নাম হবে সুমেন। আমি লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। আজও মনে পড়ে মেয়ের জন্ম হলে প্রাণ খুলে আনন্দ করেছিলাম। আমি দায়িত্বশীল মা হওয়ার অনুভুতিতে দৃঢ় ছিলাম অন্তরে। ছেলেবেলা থেকেই শচি নিজের প্রতিভার জোরে সকলের আপন হয়ে উঠেছিল। প্রথম থেকেই আমার মনে একটা ধারণা জন্মেছিল যে পড়াশোনা করিয়ে আমি ওকে সত্যিকারের মানুষ করে গড়ে তুলব। বড় হয়ে ও হবে সফল নারী, ঘরে বাইরে সমান দাপটে সব কাজ দায়িত্বের সংগে পালন করবে। আমি নিজে টেলেন্টেড ছাত্রী ছিলাম কিন্তু নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ জীবনে পাইনি। এরজন্য আমার একটা আক্ষেপ ও আপসোস ছিলো। সেজন্য মেয়েকে একটা সুখী ও সুরক্ষিত ভবিষ্যৎ দেয়ার জন্য আমার ছিলো প্রচেস্টা। এটা সত্যি কথা যে লজ্জা, ত্যাগ, মমতা, সহ্যশক্তি নারীর সৌন্দর্য বৃদ্ধির সুপান, স্বাভাবিক অলংকার। কিন্তু তাতে যদি আত্মবিশ্বাস, আত্মসম্মান আর আত্মগৌরবের আবরণ থাকে তবে সেই সৌন্দর্যে জেগে উঠে ঝলমল রোশনাই। আমার মেয়ে সব দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে। শুভ জন্মদিন মা তোমার জন্য। প্রদীপের আলোর মত আলকিত হোক তোমার ভবিষ্যৎ জীবন।
হে আলোর যাত্রী:
আবুল খায়ের
বেঁচে থাকুক সবার প্রাণে,
কৃর্তি তোমার বিশ্ব জানে
জীবন যেন আলোর মিছিল
আঁধার কেটে আলো আনে
শুভ জন্ম দিন….
হে আলোর যাত্রী।
৪ Comments
??শুভ জন্মদিন ??
চমৎকার
শুভজন্মদিন ও শুভকামনা নিরন্তর
good job. congratulations.