বিদ্যুৎ সংকট
শারমিনা ইয়াছমিন
বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার আলোকরশ্মি বিদ্যুৎ,
দিন রজনী চব্বিশ ঘণ্টায় পাঁচ ঘন্টা থাকে না বড়ই সে অদ্ভুত।
বিদ্যুতের অভাবে গ্রাম পল্লীর চারিপাশ মনে হয় ভূতুড়ে,
ছোট্ট ছোট্ট স্বপ্নের কুঁড়ে ঘর ঢেকেছে ঘুটঘুটে অন্ধকারে।
আজ বিদ্যুৎ সংকট অত্যন্ত প্রকট আকার করছে ধারণ,
অগ্নিঝরা রৌদ্ররশ্মির ঝাঁজ বিষিয়ে তুলছে জনজীবন।
রৌদ্রের আগুনের লেলিহান শিখায় রাঙা গ্রীষ্মের আকাশ,
বৃক্ষের লতাপাতা দুলছে না,নেই দখিনা পূবালী বাতাস।
ঝকঝকে রোদের ফুলকি,বিদ্যুতের উঁকিঝুঁকিতে কাঁদছে খোকা,
ঘামঝরা গ্রীষ্মের প্রখর রোদে মাঠ আঙিনা শুকিয়ে খাঁ খাঁ।
রৌদ্রের প্রচন্ড তাপে মেজাজ খিটখিটে, ঘাম ঝর ঝর সিদ্ধ শরীর,
বিদ্যুৎ নেই ,অসহ্য গরমে অতিষ্ট পল্লী, সবুজবীথি,প্রকৃতি চরাচর।
পরিবারের গৃহস্থালি কাজ কর্মে ভীষণ অবহেলা,অলসতা,
কৃষকের জমি সেচ ব্যবস্থায় হচ্ছে বাঁধার সৃষ্টি, চরম ব্যর্থতা।
বিদ্যুৎ সংকটে বাঁশ-কাঠের টিনের ছাওনি ঘর ভরপুর অন্ধকার,
শিক্ষার্থীর অমনোযোগে করুণ অবস্থা সৃষ্টি পড়ালেখার।
বিদ্যুৎ সভ্যতা বিকাশে আধুনিক জীবনের চালিকাশক্তি,
বিদ্যুতের তীব্র সংকট থেকে দেশের জনসাধারণের চাই মুক্তি।
বিদ্যুৎশক্তি কাজে লাগিয়ে দেশের অভূতপূর্ব উন্নতি সাধন,
জীবনের বাঁকে বাঁকে প্রতিটি ক্ষেত্রে বিদ্যুতের বড্ড প্রয়োজন।
১ Comment
সময় উপযোগী একটি আধুনিক ছন্দ