২৬৭ বার পড়া হয়েছে
অনিন্দ্যসুন্দর নিঝুমদ্বীপ
ফিরোজ পাটোয়ারী
মেঘমুক্তাকাশে নিচে
কী দেখিলাম আজ
জীবনে যেন প্রথম দেখা
অদ্ভুত তরঙ্গরাজ।
নিঝুমদ্বীপের অপারলীলা
দেখতে চাইলে কেউ,
বোনাস হয়ে দেবে দেখা
নীল সাগরের ঢেউ।
হাতছানীতে ডাকছে তোমায়
স্বপ্নীল দ্বীপের হাওয়া,
এমন বিস্ময় কোথাও খুঁজে
যাবে না’কো পাওয়া!
রাত-বিহাণে পাখ-পাখালীর
মধুর কুহুতান,
হুক্কা-হুয়া শেয়াল ডাকে
ভরে যাবে প্রাণ।
ঝাঁকে ঝাঁকে ছুঁটছে হরিণ
কেঁওড়া বনের ফাঁকে,
মধুমিতা গুঞ্জণ করে
রসাল মধুর চাকে।
১ Comment
দারুণ!! কখনও নিঝুম দ্বীপে যাওয়া হয়নি আপনার কবিতা পড়ে কল্পণায় বেড়িয়ে এলাম নিঝুম দ্বীপ। খুব ভালো লাগল আপনার লেখাটা