আমার দেশ
আবুল খায়ের
এক যে আছে এমন দেশ
রূপের নেইতো শেষ
লতায় পাতায় সবুজে ঘেরা
শ্যামল সেই আবেশ।
রাতের বেলায় জোনাক জ্বলে
দিনে সুর্যের আলো
রাখাল ছেলের বাঁশির সুরে
মনটা করে ভালো।
তৃষ্ণা মেটায় ডাবের পানি
বৃষ্টিতে যায় খরা
অসীম মজা দিনের বেলায়
দল বেঁধে মাছ ধরা।
গায়ের ঘাম ঝরায় কৃষক
ফসল ফলায় মাঠে
দেশ করে সমৃদ্ধি ভাই
সোনালি আঁশ পাটে।
শীতের শোভা কুয়াশা যে
বরষার শোভা বৃষ্টি
বাগানের শোভা গাছগাছালি
জুড়ায় সবার দৃষ্টি।
পুকুর ডোবায় শালুক ফোটে
সুর্য ডুবে নদীর তীরে
সাঁঝের বেলা পাখিরা সব
ফিরে যায় আপন নীড়ে।
________________
আমার এই দেশ
-আবুল খায়ের
আমার দেশের আলো বাতাস
সৃষ্টিকর্তার দান
বিশ্বে কোথাও নেই এমন
জুড়ায় দেহ প্রাণ।
লোভ হিংসা ভুলে গিয়ে
আমার দেশের মানুষ
নানান জাতি গোষ্ঠিরা সব
উড়ায় শান্তির ফানুস।
আমার দেশের বৃষ্টি বাদল
আমার দেশের কৃষি
ফুল ফসলে ভরে তুলতে
কৃষকরা সব ঋষি।
ব্যস্ত থেকো গড়তে সবাই
সোনার এই দেশ ভাই
শ্রমিক মজুর জেলে তাঁতী
কোনো ভেদাভেদ নাই।
ফকির মজনু লালন বাউল
সুখে গান গায়
দেশ মাতার হৃদয়খানি
দোলা দিয়ে যায়।
৬ Comments
অতুলনীয় হয়েছে কবিতাটি l আপনাকে অভিনন্দন কবি l
thanks for your inspirations.
Excellent.
অনেক ভালো।
thanks
ভালোবাসার স্বদেশ বর্ণনা যখন ভালোবাসার মানুষের কলমের তুলিতে হয়।অসম্ভব সুন্দর