১৬১ বার পড়া হয়েছে
বইমেলা
দেলোয়ার হোছাইন
ভাষার মাস ফেব্রুয়ারি
জমে ওঠে বইয়ের মেলা
লেখক পাঠক আসে সবাই
জমজমাট হয় মিলনমেলা।।
বই কিনে বই পড়ি
সুন্দর জীবন গড়ি
ভালো মানের বই হলে
তাতেই সার্থক পথচলা ।।
দেলোয়ার কয় যে ভাবিয়া
বই মেলায় এসে দেখ ঘুরিয়া
ভালো বইয়ে আনন্দ
শেষ হলেও বেলা ।।
_____________
লোহাগাড়া, চট্টগ্রাম