১৯৮ বার পড়া হয়েছে
আমায় ভালোবাসো
আব্দুল অদুদ চৌধুরী,সৌদি আরব মক্কাহ।
০৮/৮/২০২১
আমারে দেখিয়া বন্ধে দূরে
বসে হাসে- কথা
কয় না ধরা দেনা রঙের
খেলা খেলে বন্ধে
আমারে পাগল বানাইছে।।
কত রঙে হাসে বন্ধে
রঙের তামাশা করে
যদি পাইতাম প্রাণ বন্ধুরে
ছাড়িতাম না এই জীবনের তরে।।
বন্ধু আমার রঙের রঙিলা
ভুলি কেমন করে –
পাইলে তারে ধরে রাখিতাম
এই জীবনটা ভরে।।
অদুদ বলে বন্ধু এই জীবনে
চাইনা আর কিছুই যদি
আমারে দয়া করো-
তোমার জন্য পাগল আমি
আমায় ভালোবাসো রে
বন্ধু আমায় ভালোবাসো।।
১ Comment
nice