স্বপ্নলিপি
তসলিমা হাসান
আকাশ, আজ বাতাসের পালে
লিখেছিলাম এক অভিমানের চিঠি
পেয়ে থাকলে দেখবে, কতটা দুঃখ ভরা ছিলো,
কতটা রাগ ছিলো, কতটা কষ্ট ছিলো !!
ভাগ্যিস পাওনি এখনো, নোনাবালিচর বলল,
‘পাগলা হাওয়া একটু থাম’-আজ বাউলের মনটা ভাল নেই,
যাস না হয় একটু পরে !!
হ্যাঁ, আকাশ, বলছিলাম অনেক রেগে ,তোমাকে রেখে আসবো
সিন্ধু নদীর পারে একেলা- একাদশীকে পাহারায় রেখে
বিজন রাতে সর্বনাশী ঢেউ হয়ে আসবো মরণ ছোবলে
নিয়ে যাবো গভীরে, মৃত্যু যেখানে অনন্ত বেঁচে থাকা-
আমার ইচ্ছের বন্দীত্বের শেকলে!!
আমি গাঙচিলের ডানায় লিখেছিলাম,
কেন আসোনি -যখন বলেছিলে আসবে ?
অদ্ভূত আচারে অভিজাত নিষ্পাপ অপেক্ষার
প্রহরেরা ছিলো বিহব্বল! সভ্যতার সংস্কারের বিউগলে
আটকে আছে এখনো বিস্ময়ের সুর!! অভব্যতার তরুলতা
বাতাসে আজো তোলে শিষ, ধূসর বিকেলের পাখিরাও নিষ্প্রাণ-
তাদের পায়ে এঁকে দিয়েছি মনুষ্য সম্পর্কের সহজ সমীকরণ-
মানবের তরে মানব, বন্ধুর তরে বন্ধু ভালবাসার জন্য ভালবাসা।
তুমি তো নিভালেনা সহজ সূত্র, আঁকো স্বপ্নকে ধরা, স্বপ্নকে পূরণের-
এক স্বচ্ছ ছবি, যেন মহাকালের কবি তুমি!? বারে বারে স্বপ্নে এসে বল-
দূর আঙ্গিনার দূর্বোধ্য কাহিনী আমায়, আমি তার নাম দিয়েছি স্বপ্ন লিপি …
সময় বয়ে যায় আবিষ্কারের নেশায়, কী কথা বলতে চায়-
গন্তব্যহীন মরু পথের যাত্রী আমার!
বাতাসের পালে আজ লিখেছি-
সময় কি হবে তোমার স্বপ্নলিপির ইতিহাস বলার !
তসলিমা হাসান
কানাডা, ২০-০৬-২০২৩