ভালবাসার রঙ ছড়িয়ে
এই শরতে গোধূলি আকাশে
ভালবাসার রঙ ছড়িয়ে দিবো
যেখানে থাকবে ভালবাসার পরশ
মাখামাখি করবো সৃষ্টির উল্লাসে।
নীল আকাশে সাদা মেঘের খেয়ায়
পার হবো না হয় অবেলায়
হাতছানি দিয়ে গোধূলি লগনে
মুখোমুখি বসে নিরালায়।
মেঘেদের কান্নাগুলো ঝরবে যখন
একটু না হয় ভিজে নিবো
কাঁশফুলেরা যেমনি ভিজে
তখন দুঃখগুলো লুকিয়ে দিবো।
সাদা কালো মেঘের আড়ালে
ভেসে উঠবে রঙ এর ছটা
ভালবাসার রঙ তুলি দিয়ে
ছড়িয়ে দিবে পুরো আকাশটা।
তুমি যদি চাও
যদি তুমি চাও —
চেনা চেনা অলিগলি হেঁটে চলবো দুজনে
ছেড়া ছেড়া ব্যাথাগুলো জুড়ে নিবো দু’মনে
হাতে হাত পাশাপাশি কাটবে রাত নির্জনে
চোখে চোখে হবে প্রেম মনটা সব জানে।।
যদি তুমি চাও–
ভাগাভাগি করে নেব কথাদের প্রতিক্ষণে
যাবো ডুবে একসাথে সুখের মধ্যিখানে
সাজাবো এক ভূবন অনুভবের অালিঙ্গনে
দুজনাতে আগলে রবো বাহানার আয়োজনে।।
যদি তুমি চাও–
এক আয়নায় খুঁজবো চুলে শুভ্রতার রঙ
মোটা কাঁচের ফ্রেম আর মুখের ভাঁজে
সৌন্দর্য্য নিয়ে করবো বাড়াবাড়ি,
কাঁপা কাঁপা হাতে বইয়ের আনাগোনা
আর ভালোবাসা নিয়ে নানান আলাপন
হবে খুনসুঁটি, হবে অভিমান।।
৩ Comments
চমৎকার লেখনি। মনের আবেগ আর মনের ভাবনা একসূত্রে গাথা। সুন্দর লেখার জন্য ধন্যবাদ।।
very good poetry. congratulations
মুগ্ধতায় ভরপুর।