সাগরের নৌকো ভাসাই কথার সুরে
– আরিফ মল্লিক
পরিযায়ী পাখিটা ঘুমিয়ে পড়ে
অভিমান আর ভালোবাসা না পাওয়ার অপেক্ষায়
শেষ রাতে ম্যাসেজ দিয়ে দিয়ে অস্থির
একবার ভেবেছিলাম একটা কল দেই
তখনি মনে হলো এত রাতে কোনো সচেতন পুরুষ কি এভাবে কল দিতে পারে?
জেগেই স্বপ্ন দেখছিলাম
নীল শাড়িটা জড়িয়ে আছে
আমার ভালোবাসার গোপন সব
দিশা গুলো
খোলা জানারার বাতাস মাঝে মাঝে দুষ্টু আঁচল সরিয়ে
উন্মুক্ত করছে আমার মাথা রাখার
নিশ্চিত সেই আশ্রম
নিজের অজান্তেই কখন যে
অনুমতি ছাড়াই এলিয়ে দিলাম নিজেকে
গভীর ঘুমে আমাকে আরো শক্ত করে
জড়িয়ে নিলো
আমার দম বন্ধ হয়ে আসছিল
তবুও তার সুবাস আমাকে ছাড়লো না
ভাবলাম যাক দম বন্ধ হয়ে
এযে হবে আমার স্বর্গের মৃত্যু
হঠাৎ দেখি ঘুমের ঘোড়ে আমার কপোলে তার মিষ্টি ঠোঁট
আলতো চুম্বনে আমি শিহরত হয়ে
আরো সুন্দর করে জায়গা করেনিলাম
তার বুকের মাঝখানে
এবার ভাবছিলাম পাখিটার যেন ঘুমটা না ভেঙে যায়
কি জানি সে বলছিল ঘুমের ঘোরে
ঠিক বুঝতে পারলাম না
তবে এটা বুঝেছি আমি তার স্বপ্নেই আছি
মনে হয় বলছিল
এ্যই আমি যে জেগেই ছিলাম
তোমার অপেক্ষায়
আর এতটা পরে কাছে এলে
আমি নিরবে দেখি তার ঘুমোময় মুখচ্ছবি
তার আকুলতা
তার গরম নিঃশ্বাস আর বুকের ধুকপুকানি
আমাকে নেশাতুর করতে থাকে
মনে হলো জোছনায় চাঁদের আলোয়
আমরা শুয়ে আছি সমুদ্রের পারে চিক চিকে বালুকনায়
সমুদ্র যেন মাতাল হয়েছে আজ
নতুন এক সুর বাজালো আমাদের জন্য
মাঝে মাঝে ছুঁয়ে যাচ্ছে আমাদের পা যুগোল
এ পৃথিবীতে আজ একটি সমুদ্র
একটি চাঁদ আর শুধুই আমরা দুজন।
আমি যে চেয়েছি এ পৃথিবী হবে শুধুই আমাদের
আমি আদিম প্রেমের সাগরে
নৌকা ভাসাই
অতলে ডুব দেই
সমুদ্র আর তার সুরে
গোটা সৈকত থরথর করতে কাঁপছিল তখন
আমি দিশেহারা প্রেমিকের মতো
বালু কনা দিয়ে চাঁদর বানিয়ে
ঢেকে নেই আমাদের
লুকিয়ে থাকা চাঁদের চোখ থেকে
চাঁদের যে আমার মত প্রেমিকা নেই
যদি রেগে যায়
অমাবস্যা যদি ঢেকে দেয়
তার কষ্ট পাওয়া মুখটি
নিজেকে তাই একটু করে ঢেকে নিলাম
রুপালি বালুর চাদরে
এবার হলো অন্য এক শংকা
চাঁদও তো তার প্রেমে পড়ে যেতে পারে
ভাবতেই আমার সমুদ্র, একটা বড় ঢেউয়ে
শরিয়ে নিলো আমাদের ঢেকে রাখা চাদরখানা
কি করি কি করি ভেবে
সমুদ্রে নিলাম আশ্রয়
চাঁদের আলো আর সমুদ্রের নীল শাড়িতে জড়িয়ে রইলাম আমরা
গলায় হাত দুটি রেখে
তার চোখে দেখছিলাম
দূরের আমাদের সাথে চাঁদের দুষ্টামি
সে কি আমাদের মতই লজ্জা পাচ্ছিলো
আর ভাবছিল তার প্রিয়ার কথা
সে কি দুঃখ পাচ্ছিলো
আর বলছিল কেন হলাম না
মানব রূপে!
আমি আদিম প্রেমের সাগরে
নৌকা ভাসাই
অতলে ডুব দেই
সমুদ্র আর তার সুরে
সাক্ষি ছিলো চাঁদ, সমুদ্র আর বালু কনারা
গোটা সৈকত থরথর করে কাঁপছিল
আদিম প্রেমে উম্মাদনায়
কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই
সকালে ঘুম ভেঙে চোখ
খুলতেই দেখি পাখিটি আমার অপলোক দৃষ্টিতে দেখছে আমার
গভীর ঘুমের মুখচ্ছবি |