সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ (সপক)-এর ১২ বছরে পদার্পণে:
সুধী,
গত ০৬ জুলাই ২০২২ ছিল সপক গ্রুপের বারো বছরে পদার্পণ। আর জুলাই মাসব্যাপি চলছে বিভিন্ন কর্মসূচি। তারই ধারাবাহিকতায় আগামীকাল ৩০ জুলাই ২০২২ সময় সকাল ১0 টায় রাজধানীর “সী ফুড চাইনিজ রেস্টুরেন্ট”, ২৮ রবীন্দ্র সরণি রোড, সেক্টর ০৭, উত্তরায় অনুষ্ঠিত হবে সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের বিশিষ্ট সাহিত্যিক জনাব দিলীপ রায়’সহ আরো অনেক গুণীজন।
সকল সাহিত্যিক ও পাঠকদের আমন্ত্রণ জানানো যাচ্ছে।
শ্রদ্ধা ও ধন্যবাদান্তে
আবুল খায়ের
প্রতিষ্ঠাতা/সভাপতি
সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ (সপক)
তারিখ : ৩০ জুলাই ২০২২ সময়: সকাল: ১১ টায়।
স্থান: সী ফুড চাইনিজ রেস্টুরেন্ট, ২৮ রবীন্দ্র সরণি রোড, সেক্টর ০৭, উত্তরা, ঢাকা।
প্রয়োজনে: ০১৭১৫৩৬৩০৭৯
২ Comments
congratulations
শুভ কামনা