২০১ বার পড়া হয়েছে
“সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা” উদযাপন পরিষদ গঠিত:
গত ২০ অক্টোবর ২০২৩ তারিখে মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক “সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ” (সপক) এর ১৩ বছরে পদার্পণে “সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা ” উদযাপন পরিষদ গঠিত হয়। যা নিম্নে দেয়া হল:
আহ্বায়ক: সাঈদা আজিজ চৌধুরী
সহ আহ্বায়ক: শীরীন আক্তার
সদস্য সচিব: শিরীনা ইয়াসমিন।
সদস্য: মহুয়া বাবর
সদস্য: সুরমা খন্দকার
সদস্য: অনিতা দাস
“সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ” (সপক)এর প্রতিষ্ঠাতা/সভাপতি: আবুল খায়ের (বাস্তববাদী কবি) বলেন: আগামী ৩০ তারিখের অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।