সঠিক পথে চলুক মাথা
মোঃ হাবীবুর রহমান
তীব্র বাতাস ঝঞ্ঝা ঝড়ের যখনই দেখি আলামত,
যখনি আসে বজ্রাশঙ্কা ভূমিতে কম্পন মহাবিপদ,
যখন প্লাবন রোগের প্রকোপ মহামারীর হাতছানি;
মনটা তখন ভীত-বিহ্বল আল্লাহ খোদায় বেশ মানি!
আবার যখন সব স্বাভাবিক সবকিছুই চমৎকার!
রিপুর তাড়ায় সাড়া দিয়ে বিপথগামী হই আবার।
বিশ্বাসীদের তুচ্ছ করি মূর্খ নাদান ভাবি তাদের,
কূপমন্ডুক দেই উপাধি বলি জ্ঞানে ঘাটতি ওদের !
গোটা যৌবন এলোমেলো প্রৌঢ়ত্বেও দদুল্যমান,
বার্ধক্যে জরায় কাবু তখন ধার্মিক মোসলমান!
তখন মনে সত্যিকারের ভাবনা এসে ভর করে,
কিতাব মতে পরকালের ভাবনা রাতে নিদ হরে!
সুকাজ কু’কাজ যেটুকু হোক যাই করেছি জীবন ভর,
ওই ও’পারের বিচার কালে যাচাই হবেই পূর্বাপর!
কার কি বিচার কি সমাচার সব কিছুই খোদার হাতে,
শুরু থেকেই ধরলে সুপথ সুফল বেশিই ফলতো তাতে।
হাত চলে না পা’ চলে না শরীর যখন অচল প্রায়,
কষ্ট কবুল করেও তখন নামাজ পড়ে মসজিদে যায়!
হে বিধাতা রিজিক দাতা হে বিপদের মহান ত্রাতা,
রহম করো মোদের উপর সঠিক পথে চলুক মাথা!
____________
লেখক: সাবেক সচিব