২৬৮ বার পড়া হয়েছে
শ্রাবণ এলে
অতসী চক্রবর্তী ঠাকুর
শ্রাবণ এলে মেঘ ডেকে যায়
ভাঙা গড়া ঢেউয়ের কথার ছায়ায়
হাসি গেলা কান্নায় শুধুই বয়ে যাওয়া
ভালোবাসা চুপ করে থাকে
আমি কাজলে আঁকি ঠোঁটের চুপ কথা
সুখ এলে প্রদীপ জ্বলে ওঠে
চোখের পাতায় জীবনের গোপন খাতা
অতীতের ছায়ায় রক্তের মেশামিশি
শ্রাবণ এলে পথ হাঁটা যায়।