১০৩ বার পড়া হয়েছে
শেষ বিকেলের অপেক্ষায়
গাজী জাহাঙ্গীর আলম
প্রহর গুনে গুনে বেলা চলে যায়,
তেপালতে তেপান্তরের মোহনায়।
উজবুক ভেবেই কথামালা গেঁথে
নিরসন হবে ভাবনায় গেছে বেঁধে।
হায় হায় অপেক্ষার অবসান ঘটে
গুমোট ঘুমোট ঘুমোই বিরাট বটে।
পারবে না ফেরাতে তাঁরই আলোস্য
উঠে না বড্ড কষ্ট হয় সত্যি অবিশ্বাস্য।
ফেলে দিলে ফিরিয়ে আনা বড়ই মুশকিল
ওই দেখো উঠে গেছে আকাশে আবাবিল।
রয়ে গেছি আজো শেষ বিকেলের অপেক্ষায়
পান্থপথের শেষ সীমানার আবশ্যিকতায়।
দিনাজপুর
১৬ই সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
১ Comment
Congratulatins.
Let’s go.