শিহরিত ক্ষণ
সালমা আক্তার মুন,
কি? ভাবছো হাত বাড়াবে না?
মন ছুঁতে হাত মেলে ধরতে হয় কে বলেছে?
মন ছুঁতে কোন এক শিহরিত ক্ষণ যথেষ্ট,
তরুণ আপ্লুত ক্ষণ নীল জ্যোৎস্নার মতই,
অতি সহজে মনের আঙিনায় গলে গলে পড়ে,
চুপসে নেয় ভালোলাগা, ছুঁয়ে থাকে, যুগ যুগ ধরে!
কী? ভাবছো বড্ড ব্যস্ত তুমি?
দেখার গন্ধ যখন নেশার মতন টানে,
তখনও কি বলবে প্রেমের চেয়ে বড় নেশা ধরনীতে দ্বিতীয়টা আছে?
নেশার টানে হৃদয় ভুলেই যায় ব্যস্ততা,
হ্যাঁ, এবার শোন সত্য, তুমি ভালোই বাসো না,
মোহের কাছে হেরেছো, তাই তো প্রেমের নেশা বোঝ না,
অতৃপ্ত হৃদয়টা কি চায় তাই খোঁজ না,
এরচেয়ে বড় অভাগা কে?
চিনে না নিজের সত্যিকার স্বভাবের তরী যে!
প্রেমকে স্পর্শ করে দেখ,
এরচেয়ে বড় কিছু নেই,
ওই সৃষ্টিকর্তাও সৃষ্টির প্রেমেতে মগ্ন! কত কি যত্নে রচেছে খেলতে,
তুমি কি করে পারো হে, আড়ালে দৃষ্টির ছায়া ফেলতে!
ভাঙার পরেই গড়ার খেলা,
নদীর একূল ভাঙ্গলে, ওকূল গড়ে মিলন মেলা,
এখনো কি ভাবছো, ভালোবাসি?
এখনো কি ভাবছো তুমি, কেন ফিরে ফিরে আসি!