শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর ভ্রমণকাহিনিঃ ট্রেন টু কোরাপুট
শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর নতুন ভ্রমণকাহিনির বই’ ওড়িশা ভ্রমণঃ ট্রেন টু কোরাপুট’ আসছে আগামী অমর একুশে বইমেলা ২০২২-এ।
লেখকসূত্রে জানা গেছে বইয়ের পাণ্ডুলিপি শেষ করেছেন। এখন সম্পাদনার কাজ চলছে। হুমায়ূন কবীর ঢালীর পরিচয় শিশুসাহিত্যিক হলেও ভ্রমণে বিষয়েও রয়েছে তাঁর একাধিক বই। ট্রেন টু কোরাপুট লেখকের পঞ্চম বই।
এই ভ্রমণকাহিনি সম্পর্কে লেখক জানিয়েছেন, আগের ভ্রমণকাহিনিগুলোর মতো এটিও একটি ভ্রমণগল্পের বই। বলা যায় আত্মজৈবনিক ভ্রমণ উপন্যাস। বরাবরের মতো এই গ্রন্থের গদ্যও সাবলিল ও পাঞ্জল।
ঢাকা থেকে ভারতের ওড়িশা রাজ্যের আদিবাসি অধ্যুষিত পার্বত্য একটি জেলা কোরাপুটে ভ্রমণের অভিজ্ঞতা সাবলিল ও প্রাঞ্জল ভাষায় বর্ণনা করা হয়েছে। ঢাকা থেকে কোরাপুটে যেতেযেতে কথকের বর্ণনায় ওঠে এসেছে প্রাকৃতিক বর্ণনা, ওড়িশার ভাষা-সাহিত্য-সংস্কৃতি-ইতিহাস-ঐতিহ্য এবং দর্শনীয় স্থানসমূহের ধারাবর্ণনা। পাঠক যখন পড়বেন, মনে হবে পাঠকও ঢাকা থেকে ওড়িশার কোরাপুট পর্যন্ত ভ্রমণ করছেন।
বইটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।