শরৎ সৌরভ ও জীবন,
মোহাম্মদ আবদুল কাইয়ুম
অভিমানের আগুনে জ্বলছে নশ্বর পৃথিবী
আলো নাকি আলেয়া কে বেশী মায়াবী!
অজানা কে শিকার আর কে যে শিকারী
আজব দুনিয়াটা বড় আচানক ও বাহারি,
দিনে দিনে বাড়ছে দেনা বাড়ছে অনাহারী!
শরৎ প্রভাতে ফোটে মনলোভা কিছু শিউলি ফুল
রূপ মাধুরীতে বিধাতা দেয়নি তো ছাড় একচুল!
ডুবোচরে প্রাণখুলে পানকৌড়ি দেয় ডুব চুপ চুপ,
ধরাতল সাদা জোছনায় ঝলমল নদীরা নিশ্চুপ।
শুভ্র মেঘদল গগনে ভেসে ভেসে খেলছে অবিরল,
ঈশানকোণে নীলাম্বরী আনমনে বিছিয়ে নীলাচল।
শশ শন কাশবন আনচান প্রকৃতির উচাটন মন,
ধ্ববল শাড়িতে এই শরতে অরূপরূপে মহুয়াবন।
কাশফুল ভরে গেছে দু’কূল আশারা করে লুকোচুরি
শিশির ভেজা শেফালির ঘনসৌরভ লাগছে ভারী
চলছে জীবন সংগ্রাম চলবে এ যুদ্ধে জিতি বা হারি!
খাসনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
০৫-০৯-২০২২খ্রিঃ