প্রতিবিম্ব প্রকাশ-এর আয়োজন লোকজ ছড়ার সেনাপতি আহমেদ জসিম এর ৬৮তম জন্মদিন পালিত।
গতকাল ২৫-০৮-২০২৩ শুক্রবার, প্রতিবিম্ব প্রকাশ এর উত্তরা অফিসে (ঠিকানা: বাড়ি ০১, সড়ক ১৪/বি, সেক্টর ০৪, উত্তরা, ঢাকা-১২৩০।), আয়োজন করা হয় কবি ও লোকজ ছড়ার সেনাপতি আহমেদ জসিম-এর ৬৮তম শুভ জন্মদিন।
এতে উপস্থিত ছিলেন কবি এটিএম ফারুক আহমেদ (সাবেক পুলিশ সুপার), কবি ও গীতিকার হাফিজুর রহমান, কবি ও প্রকাশক মাসুম বিল্লাহ, কবি সাঈদা আজিজ চৌধুরী, কবি মোহাম্মদ আনোয়ার হোসেন, কবি অ্যাডভোকেট শাওন, কবির উদ্দীনসহ আরো অনেকে।
উপস্থিত সবাই কবি ও ছড়াকার আহমেদ জসিম এর প্রকাশিত গ্রন্থ থেকে কবিতা ও ছড়া পাঠ করেন। তার সাহিত্য চর্চা ও দীর্ঘ কর্মময় জীবনের যাবতীয় তথ্য বিশদভাবে পাঠকের সামলে তুলে ধরেন। তিনি পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান ছাড়াও তাঁর ভবিষ্যৎ সাহিত্য ভাবনা ও কর্ম পরিকল্পনা সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করেন। পুরো অনুষ্ঠানটি ফেইসবুক লাইভ প্রকাশ করা হয়। কবি র শত বছরের আয়ু, সুস্থ্য ও সমৃদ্ধ জীবনের জন্য দোআ কামনা করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন: প্রতিবিম্ব প্রকাশের কর্ণধার, কবি ও কলামিস্ট আবুল খায়ের।