কেউ বলে পেন্নাম কেউ সেলামাল্কি!
আপনি কি বলেন?
লুৎফর রহমান রিটন
‘আপনি কি বলেন’ নামে চমৎকার একটি রিয়েলিটি শো প্রচারিত হয় স্টার জলসায়, ওপার বাংলার বিখ্যাত অভিনয়শিল্পী দেবশঙ্কর হালদারের উপস্থাপনায়। সেই অনুষ্ঠানে পারিবারিক ও সামাজিক কোনো সমস্যা বা অনুষঙ্গকে বিষয় করে একটি নাট্যাংশের চিত্রায়ন উপস্থাপন করে স্টুডিওতে উপস্থিত দর্শকদের মতামত জানতে চান উপস্থাপক। পক্ষে বিপক্ষে মতামত দিতে দিতে দর্শকরা তুমুল তর্কে মেতে ওঠেন। দুভাগে ভাগ হয়ে যান। অতঃপর তর্ক-বিতর্কের যুক্তি-পাল্টা যুক্তির ওপর দাঁড়িয়ে সেই বিষয়টির একটি যবনিকা বা উপক্রমনিকা টানেন উপস্থাপক দেবশঙ্কর।
গতকাল ছড়ার আঙ্গিকে একটা উল্টাপুল্টা সিক্সটি নাইন জাতীয় অর্থহীন রচনা তৈরি করার পর মনে হলো–এইটা আমি কি বানালাম? কি লিখলাম!
এই রচনার বিষয় প্রশ্ন আর বিস্ময়গুলো ভ্যালিড। ভ্যালিড এই রচনার অন্ত্যমিলগুলোও। এমন কি ছন্দও। কিন্তু ছড়াটা কি ভ্যালিড?
ছন্দ আর মিল ঠিক থাকলেই কি ছড়া হয়? যদি হয় তাহলে এটা নিঃসন্দেহে ছড়া। ছড়ার অন্যান্য বৈশিষ্ট্যগুলোও এখানে বিদ্যমান বা দৃশ্যমান।
কিন্তু তথাপি সন্দেহ জাগে মনে–এটা কি আদৌ কোনো ছড়া?
এভাবে ছন্দ ও মিলসমৃদ্ধ ইরেগুলার ইমেজসমূহের সমন্বয়ে গঠিত এলোমেলো ননসেন্স কথামালার সংকলনকে ছড়া না মেনেও তো উপায় নেই! ছড়ার অতীত মহাজনেরা যেসব সংজ্ঞা নির্মাণ করে গেছেন ছড়ার, সেগুলোকে মান্যতা দিলে তো ছন্দোবদ্ধ অর্থহীন এই বাক্যগুলোর পরিচিতিতে তাকে ছড়া নামেই সম্বোধন করতে হয়!
আপনি কি বলেন?
কেউ বলে পেন্নাম কেউ সেলামাল্কি!
লুৎফর রহমান রিটন
কেউ সরু লিকলিকে কেউ মোটা বাল্কি!
কেউ বলে পেন্নাম কেউ সেলামাল্কি!
কেউ তাল বোঝে কেউ বোঝেই না তাল কি!
রং-কানা জানেই না নীল কিবা লাল কি!
ডায়েটিং করে করে আজ তোর হাল কি!
দুই পেগ টানলেই হয়ে যাস টাল কি!
মানসী সিনেমা হল কোথা বংশাল কি?
কিচ্ছুটি মনে নেই? বলেছিলি কাল কি!
ক্যালকাটা গিয়ে হোস খাঁটি বাঙ্গাল কি!
কি নিয়ে লড়বি? আছে ঢাল-তরোয়াল কি?
প্রতি শীতে কি কিনিস? কাশ্মিরী শাল কি!
কোন ডাল খেতে মানা খেসারির ডাল কি?
পুনরায় চালছিস তুই নয়া চাল কি!
আন্ধারে কে কে দেখে? প্যাঁচা ও বেড়াল কি?
খাচ্ছিস নিয়মিত ফের গালাগাল কি!
কুমীর আনতে ডেকে কেটেছিলি খাল কি!
ফেসবুকে হতে চাস তুই ভাইরাল কি!
ভিনদেশি ইংগিতে লাফ-ঝাঁপ-ফাল কি?
অন্যের মুখে তুই আজও খাস ঝাল কি!
টকশোর নামে রোজ খামোখা প্যাঁচাল কি?
নতুন বছর মানে ফের নয়া সাল কি?
অন্যের ক্ষতি চেয়ে পেতেছিস জাল কি?
কি বাহন চাস তুই? মেট্রো না পালকি?
হে পাঠক পেন্নাম আর সেলামাল্কি……
…… …… …… …… …… …… …… ……
কানাডা/অটোয়া ০৭ জানুয়ারি ২০২৩