৭৫ বার পড়া হয়েছে
রৌদ্র ঝরা বিকেলে
কে এম মানিক
রৌদ্র ঝরা বিকেলে,
এক পশলা বৃষ্টি রূপে।
দেখা দিলে তুমি অবশেষে,
আমার মনের বারান্দাতে।
হাসি খুশি গোছালো আমি,
হঠাৎ এলোমেলো করে দিলে সবই।
শুধু তোমার হাসির কারণে,
ভালোবাসার ফাঁস ঝড়াবো গলাতে।
নতুন দিগন্তের হবে সূচনা,
তোমায় কত ভালোবাসি তা বুঝ না।
তোমার মূহমূহ ঘ্রাণ ছড়াল আমার,
নয়নভরা আঁখি জলে।
এই বিকেল হবে না শেষ,
যেন হাজার বিকেল এলে।
তুমি থেকে সারা জীবন,
আমার দৃষ্টিতে তাকিয়ে।