রবীন্দ্র দিবসে শ্রদ্ধাঞ্জলি
রহীম শাহ
ঠিকানা
আমার একটা নদী আছে বলব পরে নাম–
হাজার ভালোবাসা নিয়ে বয় সে অবিরাম
ভালোবাসার সঙ্গে যাচ্ছে গান-কবিতাগুলি
আঁকতে ছবি আকাশ পাঠায় রামধনুকের তুলি।
দুপাড়ে তার কাশের বাগান হাওয়া মেখে মেখে
নেচে নেচে আমার নদীর ঢেউ তোলা রোজ দেখে
হাজার পাখি উড়ে উড়ে গানও শোনায় রোজ
একটি মেয়ে মাটি থেকে করে সুরের খোঁজ।
একটা আছে সোনাঝুরি সেই নদীটার বাঁকে
পাতার ফাঁকে কাঠবিড়ালি রোদের গুঁড়ো মাখে
সেই নদীটার নাম শুনলেই মাথায় দেবে হাত
তিনি আমার তিনি তোমার কবি রবীন্দ্রনাথ।
আমার একটা আকাশ আছে বিশাল বড়ো বুক
তার সে বুকে জায়গা নিতে পাখিরা উৎসুক
উড়ছে পাখি ঘুরছে পাখি গানও আছে ঠোঁটে
সে গান শুনে মেঘের দেশে সূর্যমুখী ফোটে।
মেঘসাগরে ভেসে ভেসে পশ্চিমে যায় রবি
রবির আলোর রেখায় রেখায় পথ চিনে নেন কবি
একটি পাহাড় দাঁড়িয়ে আছে আকাশ ছোঁবে বলে
সেই পাহাড়ে কবির নামে হিরে-মানিক জ্বলে।
কবির সঙ্গে তুমিও আজ হাঁটতে শুধু থাকো
আকাশ থাকবে মাথার ওপর নিচে জোড়াসাঁকো।