১৮৭ বার পড়া হয়েছে
কুঁড়ির ভিতর ফুল
বলতে বলতে আবোল তাবোল-
শিখবো একদিন সঠিক বোল
এলোমেলো লিখতে লিখতে –
হবো একদিন সবার আইডল।
গুনতে গুনতে হাতের করে-
একদিন হবো বড়ো সি.এ।
ওয়ান-টূ শেষ করেইতো-
করবো পাশ আইএ – বিএ।
রঙের মিতালি
হলুদ গাঁদার বন্ধু হলো
হলুদ সর্ষে ফুল,
পীত সোনালু চায় যে হতে
সূর্যমুখীর কানের দুল।
লাল শাড়িতে শিমুল-পলাশ
হাটেন পাশাপাশি-
লাল গোলাপ আর লাল জবাটা
যেন পিসি- মাসি।
_______________
রওশন আরা ইসলাম
সহকারী শিক্ষক
সাতগাঁও স.প্রা.বি।
উপজেলা: শ্রীনগর
জেলা: মুন্সীগঞ্জ।