১৭৪ বার পড়া হয়েছে
যদি আমায় পড়ে মনে
সি কে পল্লব
যদি আমায় কখনো পড়ে মনে ,
তাকিয়ে দেখিয়ো বলাকা সারি
দল বেধে উড়িতেছে গোধূলি লগনে।।
ঊষাকালে দোয়েল পাখি শীষ দিয়ে
মধুর সুরে গান গাইছে আনমনে।।
যদি আমায় কখনো পড়ে মনে
তুষারে দুধে মাখানো রঙে ভরেছে
তেপান্তর শরৎ বেলায় কাশবনে।।
সাদা মেঘ লুকোচুরি ছুটোছুটি আর
খেলা করছে একে অপরের সনে।।
সারা আকাশ জুরে তারার মেলা গভীর
নিশিতে তাকিয়ে দেখিয়ো আকাশ পানে।
যদি আমায় কখনো পড়ে মনে
তাকিয়ে দেখিয়ো মেহেদি পাতা পরে
আছে ক্ষত-বিক্ষত কলিজার মাঝখানে।।