১৫৭ বার পড়া হয়েছে
মুগ্ধ আমি
জেরিন বিনতে জয়নাল
আমি মুগ্ধ হয়েছি
তোমার ভুবন ভুলানো হাসিতে,
মুক্তোর মতো ঝরে পড়া বাণীতে।
আমি মুগ্ধ হয়েছি
তোমার দীঘল কালো কেশে,
তোমার অপরূপ এই বেশে।
আমি মুগ্ধ হয়েছি
তোমার চোখের পানে চেয়ে,
তোমায় অল্প কাছে পেয়ে।
আমি মুগ্ধ হয়েছি
তোমার গল্পগুলো জেনে,
তোমায় কাছে থেকে চিনে।
আমি মুগ্ধ হয়েছি
তোমার মিষ্টি গলার সুরে,
তোমার ছোট ছোট আবদারে।
আমি মুগ্ধ হয়েছি
তোমার মানে অভিমানে,
তোমার রাশভারি আননে।
আমি মুগ্ধ হয়েছি
তোমার ভালোবাসা পেয়ে,
তোমায় আপন করে নিয়ে।
আমি মুগ্ধ তোমার তুমিতে।