আজ ঈদে মিলাদুন্নী (সঃ ):
এক নজরে মহানবী (স) এর সংক্ষিপ্ত জীবনালেখ্য নাম: ‘মুহাম্মদ’ (দাদা কর্তৃক প্রদত্ত) ‘আহমদ’ (মাতা কর্তৃক স্বপ্নে প্রাপ্ত) পিতা: আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব মাতা: বিবি আমেনা বিনতে ওয়াহাব দাদা: আবদুল মুত্তালিব নানা: ওয়াহাব ইবনে আবদে মানাফ জন্ম তারিখ: ঐতিহাসিক তাবারি, ইবনে খালদুন, ইবনে হিশাম’র মতে ১২ রবিউল আউয়াল, ০৮ জুন ৫৭০ খ্রি. আবুল ফেদা’র মতে রবিউল আউয়াল মাসের ১০ তারিখ। মিশরের প্রখ্যাত জ্যোতির্বিদ পন্ডিত মাহমুদ পাশা ফারুকী গাণিতিক যুক্তির সাহায্যে প্রমাণ করেন যে, ১০ বা ১২ তারিখ কোনটাই ছিল না। তাঁর মতে মহানবী হযরত মুহাম্মদ (স) এর জন্ম তারিখ হচ্ছে ০৯ রবিউল আউয়াল, ২০ এপ্রিল ৫৭১ খ্রি. জন্ম বার: সোমবার (কোন মতপার্থক্য নেই) জন্মস্থান: আরবের (বর্তমান সৌদিআরব) পবিত্র নগরী মক্কা গোত্র ও বংশ: কুরাইশ গোত্রের বনু হাশিম বংশ ০১-০৫ বছর বয়স: ধাত্রী মাতা হালিমা’র গৃহে অবস্থান। ০৬ বছর বয়স: মাতৃহারা (জন্মের পূর্বে পিতা ইন্তেকাল করেন) ০৬-০৭ বছর বয়স: দাদা আবদুল মুত্তালিব’র তত্ত্বাবধানে ০৮-২৫ বছর বয়স: চাচা আবু তালিব’র তত্ত্বাবধানে ২৫ বছর বয়স: খাদিজা বিনতে খুয়াইলিদ’র সাথে বিবাহ বন্ধন অন্যান্য স্ত্রী গণ: সাওদা, আয়িশা, হাফসা, জয়নব, জুয়াইরিয়া, মাইমুনা, সাফিয়া, মারিয়া, রায়হানা, উম্মে সালামা, উম্মে হাবীবা (রা) সন্তান: চার ছেলে- কাসেম, তাহের/তৈয়ব, আবদুল্লাহ, ইবরাহীম (রা) চার মেয়ে- জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা (রা) ইবরাহীম ছাড়া বাকি সবাই প্রথম স্ত্রী খাদিজা (রা) এর গর্ভজাত, ইবরাহীম (রা) মারিয়া (রা) এর গর্ভজাত ৪০ বছর বয়স: নবুয়াত প্রাপ্তি (২৭ রমযান, ০১ ফেব্রুয়ারি ৬১০ খ্রি. প্রাপ্ত প্রথম ওহী: পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন… (আল কুরআনের সূরা আলাক্ব’র ০১-০৫ আয়াত) নবুয়াত’র ১ম-৩য় বছর: গোপনে গোপনে ইসলাম প্রচার নবুয়াত’র ৪র্থ বছর: প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু নবুয়াত’র ৫ম বছর: ১৬ জন মুসলিমের আবি সিনিয়ায় হিযরত (৬১৪ খ্রি.) নবুয়াত’র ৭ম বছর: ৩ বছরের জন্য সমাজচ্যুত শিয়াবে আবি তালিবে আশ্রয় গ্রহণ (৬১৬-৬১৯ খ্রি.) নবুয়াত’র ১০ম বছর: তায়েফে নির্যাতনের শিকার (শোকের বছর) নবুয়াত’র ১১শ বছর: মি’রাজে গমন, সালাত (নামাজ) প্রতিষ্ঠার নির্দেশ নবুয়াত’র ১৩শ বছর: মদীনায় হিজরত (৬২২ খ্রি.) হিজরি ১ম বছর: মসজিদে নববী স্হাপন হিজরি ২য় বছর: জিহাদ’র আদেশ লাভ, আযান প্রবর্তন, যাকাত ও সাওম (রোযা) নির্ধারণ এবং ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত। হিজরি ৩য় বছর: উহুদ যুদ্ধ সংঘটিত হিজরি ৪র্থ বছর: মদ হারাম বা নিষিদ্ধ ঘোষণা হিজরি ৫ম বছর: আহযাব বা খন্দক’র যুদ্ধ সংঘটিত হিজরি ৬ষ্ঠ বছর: হুদায়বিয়ার সন্ধি স্হাপন, স্বপ্নে উমরাহ পালনের নির্দেশ প্রাপ্ত, নারী-পুরুষের পর্দাপ্রথা প্রবর্তন হিজরি ৭ম বছর: খায়বর বিজয়, উমরাতুল ক্বাযা আদায় হিজরি ৮ম বছর: ঐতিহাসিক মক্কা বিজয় (৬৩০ খ্রি.), মুতা অভিযান, হুনাইন যুদ্ধ সংঘটিত হিজরি ৯ম বছর: তাবুক অভিযান হিজরি ১০ম বছর: প্রায় এক লক্ষ চৌদ্দ হাজার সাহাবীসহ বিদায় হজ্জ সম্পন্ন (৬৩২ খ্রি.) হিজরি ১১শ বছর: ১২ রবিউল আউয়াল, ০৮ জুন ৬৩২ খ্রি. সোমবার ৬৩ বছর বয়সে মহানবী হযরত মুহাম্মদ (স) ওফাত লাভ করেন।
তথ্যসূত্র: সীরাতে ইবনে হিশাম, উইকিপিডিয়া ও অন্যান্য
____________________________________________________
লেখক: আবু জাফর মোহাম্মদ হারুন,
অধ্যক্ষ, ভুলুয়া ডিগ্রি কলেজ নোয়াখালী সদর, নোয়াখালী।