২১২ বার পড়া হয়েছে
মন্দ যদি বলে
জায়েদা আনোয়ারী মিনু
সবার কাছেই পারবে কি ভালো হতে?
মন্দ হয়েও থাকবে যে কারো কাছে,
এটাই ধ্রুব সত্যি।
তাই মন্দ বলে কেউ যদি বলে বলুক,
তোমার কাজের উলটো মানে খুঁজুক,
পাত্তা তারেই দিওনা একরত্তি।
যে করেনা কভু কারো ক্ষতি
শুধু ভালোর বেসাতি গায়,
তার তরেও কত মানুষ জন
কাঁটা বেঁধায় পায়।
তাই যার যা খুশি
মন্দ বলুক শত
করিস না মাথা
কারো কাছেই নত।
সব ভালো তো সার্বজনীন নয়
একথাটি জেনো
তাই সব কাজেতেই
বলবে সবাই ভালো,
বিশ্বাস তুমি করিও না কভু হেনো।
জন্মেছি মোরা শ্রেষ্ঠ জনম লয়ে
তাই করবো ভালো কাজ,
মন্দ বলবে হয়ত পিছে কেউ
করবো না এই মিথ্যে ভয় লাজ।
৩ Comments
congratulations
ষ্পষ্টবাদী বক্তব্যের সুন্দর কবিতা ।
ভালো লাগলো।
অসাধারণ