ভালোবাসা উন্মুক্ত
বাতেন ভূঁইয়া
ভালোবাসা তুমি
মায়ের কোলে ঘুম পাড়ানি মাসি পিষির গান
ভালোবাসা তুমি
বাবার কাছে চোখ রাঙানো ভরদুপুরের স্নান।
ভালোবাসা তুমি
ভাইয়ের সাথে খেলার মাঠে ঝগড়া আর মারামারি
ভালোবাসা তুমি
বোনের সাথে পুতুল খেলা আর চুল টানাটানি।
ভালোবাসা তুমি
ভাইয়ের শাসনে ভাবীর আঁচলে মুখ লুকোনো বালক
ভালোবাসা তুমি
দুলাভাইয়ের আদেশ পালনে সদাপ্রস্তুত শ্যালক।
ভালোবাসা তুমি
ভাগিনা-ভাগনির বড় কুটুম আর ছোট ছোট আবদার
ভালোবাসা তুমি
ভাতিজা ভাতিজীর খেলার সাথি আর দুষ্টুমির সর্দ্দার।
ভালোবাসা তুমি
পরিবারের স্বপ্ন, শাসন, বারণ আর আদর
ভালোবাসা তুমি
শিক্ষকের প্রিয় ছাত্র আর দুষ্টুমির বেলায় বাদর।
ভালোবাসা তুমি
প্রেমিকের চোখে রঙিন বিশ্বঘর বাঁধার দুঃসাহস
ভালোবাসা তুমি
প্রেমিকার দেয়া শর্ত পূরণে লড়ে যাওয়া বীরপুরুষ।
ভালোবাসা তুমি
নও সীমাবদ্ধ প্রেমিক প্রেমিকার ১৪ই ফেব্রুয়ারির জালে
ভালোবাসা তুমি
উন্মুক্ত সবার প্রতিদিন প্রতিমুহূর্ত থাকবে ইহকালে।