ভালোবাসার ঐতিহ্য-ইতিহাস
শেখ মনিরুজ্জামান শাওন
হে প্রিয়তম, হে আমার গোপন প্রেম।
কতদিন দেখা হয় না তোমায়।
কোন মরুদেশে করো বাস।
কোন ফসলের বীজ ধারন করেছ
তোমার উর্বর ভূমিতে।
তা কিচ্ছু জানি না,
জানতে চাইও না।
শুধু জানি এই টুকু কেবল
কতদিন রাখা হয় না বুনো হাঁসের মত তোমার ঠোটে ঠোঁট, হাতে হাত, বুকে বুক, পায়ে পা।
কতদিন মাতাল হয়ে পাঁজাকোলা করে তুলে বাড়াই না রক্তের স্পন্দন।
কতদিন পান করি না চুলের নির্যাস থেকে বানানো এলকোহল।
কতদিন দেখা হয় না
পদ্মদিঘির জলে মাঘীপূর্ণিমায় আবরণহীন জলপরীদের মত আমাদের ডুব সাঁতার।
কতদিন দেখা হয় না।
তোমার স্বচ্ছ বুক বেয়ে বেয়ে যায় রাতের শিশির সমুদ্রের মোহনায়।
কতদিন দেখা হয় না
তোমার গগনবিদারী চিৎকার ভালো বাসার বুকে শূন্যতায় খাঁ খাঁ করা সকাল গড়িয়ে সন্ধ্যার।
কি যে আর্জি ছিল ঈশ্বরের কাছে তোমার ফেরার অপেক্ষায়।
সেসব আমি ভুলে যাই।
কেবল সব মনে রেখেছেন আমার হয়ে ঈশ্বর।
সেই সবই ছিল আমার ভালোবাসার ঐতিহ্য।
এখন দেখি শুধুই ইতিহাস।
১ Comment
Excellent