১৭৬ বার পড়া হয়েছে
ভালবাসা
পিংকি দে,
আমার উদীপ্ত উচ্ছ্বাসে উপচে পড়ে তোমার বিরামহীন ভালবাসা,
হৃদয়ের সেই সুউচ্চ আলপথে তুমি হেঁটে চলো অবিরাম।
আমার গভীর উন্মত্ত তৃষ্ণায় তোমার সুপেয় বারিধারা আনে অনন্ত প্রশান্তি।
বিস্তৃত ধানক্ষেতের শরীর জুড়ে তোমার- আমার ভালবাসা,
স্বপ্নের রঙ ছেয়ে গেছে সবুজ ধানের কোমল ডগায়।
ধানের সোনালি বর্ণে-গন্ধে-রূপে
আমাদের সংসার।
আবার কখনো অভিমান অপরাহ্ণের ছায়া মেখে করে সায়াহ্নের প্রতীক্ষা।
সায়াহ্নের আভায় চড়ে অভিমান গোধূলি ক্ষণে সন্ধ্যার নিমগ্নতায় মগ্ন।
অভিমানের ক্লান্তি বিলীন হয়,
সন্ধ্যার ঐ সপ্তর্ষিমণ্ডলে।
তারা আর চাঁদের মিষ্টি নরম আলোয়
ভালবাসা নবরূপে দীপ জ্বালায়।।
১ Comment
congratulations