ব্যথার অনুভূতি
রাবেয়া আহমেদ চামেলী
অনেকেই জানতে চায় ব্যথার সংজ্ঞা কি?
ব্যথা শব্দটা এমন একটা শব্দ যা কষ্টের বহিঃপ্রকাশ করে নিস্তব্ধতায়।
মানুষ জাতি মানুষকে শুধু আঘাত আর ব্যথা দিয়েই থাকে।
ব্যথা সহ্য করার ক্ষমতা অনেকেরই থাকে না।
নিঃশেষে কষ্টের পাহাড়ের এক বিশালতায়
মনের ব্যথা শারীরিক ব্যথা কষ্টের ব্যথা
সব যেন এক ত্রিত হয়ে প্রকাশ করতে পারে না সহিষ্ণুতায়।
যন্ত্রণা কাতর মন নিয়ে এই ব্যথার অনুভূতি
গুলো জানিয়ে দেয় সৃষ্টিকর্তায়।
সুন্দর ব্যবহারের অন্তরালে কি বর্তায়?
জীবনের পাতায় পাতায় জীবন যুদ্ধে
থেকে যায় শূন্যতায়!
কেন বলো তো মনের ভাবের উদারতার
প্রকাশ নাই কেন বিশালতায়।
সবাই যেন এক যন্ত্রনায় কাতরায়,
প্রকাশ করা যায় না কোন মাত্রায়
নিঃশেষে নিস্তব্ধে অনুভূতির যাত্রায়
প্রকৃতির এই নির্মম নিস্তব্ধতায়।
সাহারার মত মরুভূমি ময়
বেড়ে উঠে এক ব্যথার সাগর।
এই সাগরে কেউ সঙ্গী নেই।