বেঁচে থাকা কি প্রয়োজন
ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
সব সুন্দরী পায় না, মনের মত বর
সুন্দর মনের মানুষগুলোর, হয় না সুখের ঘর!
অর্ণবের সব ঢেউ পৌঁছে না কূলে
সুখ-শান্তি হারিয়ে যায় জীবনের ছোট্ট ভুলে!
সব পয়স্বিনী মিলতে পারে না সাগরে
দ্রুত সে শৈবলিনী স্রোতহীন চরায় যায় মরে,
সব নভশ্চর এভারেস্ট শৃঙ্গ দিতে পারে না পাড়ি
ডেমোসেলক্রেন বিহগ পাড়ি দেয় শৃঙ্গ, সেটা তার আড়ি!
আমেরিকা আবিষ্কার সবাই করতে পারে নাই
ইতালিয় কলম্বাসের-ই একমাত্র যোগ্য নাবিক তাই!
প্রণয় ব্যর্থদের কাতারে লিখে দাও আমার নাম
তুমি সুখে থাকো, না পেয়েও তোমায় করি প্রণাম!
তীব্র দাবদাহে উজার হৃদয়ে তোমায় নববর্ষের আলিঙ্গণ
কামনা বাসনা চিত্ত প্রসাদ লীলা অনুর্বঁজন সব শেষ,
দেউলিয়া প্রেমিক অবগুণ্ঠনে লুকিয়ে রাখে নিজেকে
নিথর নির্ঘুম কাটে নিশি কি জবাব দেয় নিজ বিবেক কে?
মমতা প্রেম-ভালোবাসা তো শ্বাশ্বত, নাকি বুনো মোষের তাড়া
হৃদয় আকর্ষণে ভার্চুয়াল মনো টানে দ্বার দেশে কেউ হয় খাড়া!
কী এমন ক্ষতি তাতে মনো কর্ষণে বুকে নেয় টানি
ধর্ম বংশ সন্মান ইজ্জত যায়, বুকের লুকানো ব্যথা কেউ নেয় না মানি!
তবে তাই হোক, মৃত্যু এসে নিয়ে তোমার প্রিয় আলিঙ্গন
এ দাবদাহে মরুকুঞ্জে কঠিন খরায়,
ক্ষত হৃদয় রক্ত ঝরে বেঁচে থাকা কি প্রয়োজন?