২৫৯ বার পড়া হয়েছে
বৃষ্টির ফোঁটা
নিলুফার জেসমীন রুমা
অঝোরে বৃষ্টি নেই গুরুগম্ভীর শ্রাবণের আকাশে
ভিতর-বাহির কেমন জানি হাসফাস লাগে!
হাসি মুখে যতোই বলি ভাল আছি ভাল আছি
চারিদিকে সোরগোল দূর্দিন এখনো কাটেনি।
আনমনে চুপিসারে….
কাজল কালো চোখের কোণে বৃষ্টির ফোঁটা ভাসে
মেঘলা মেয়ের কষ্ট বুকে!
কেমন করে সে ভাল থাকে??
২ Comments
Congratulations
চমৎকার বললেও মনে হয় কম ই বলে গেলাম