বিরহের বাঁধনে
(গীতিকবিতা)
মোর্শেদা চৌধুরী এ্যানি
অন্তর মাঝে মোর কষ্ট জ্বালা
হতে পারিনি তোর গলার মালা,
শত শত স্রোতের বিপরীতে হেটে
জীবন যৌবন মোর কাদায় মিশে।—-২ বার
প্রতি মুহূর্তে ফুটন্ত ফুলের ছোঁয়া
দিতে দিতেই গেলো প্রাণ খোয়া,
সর্বত্র দিয়েও যারে যায় না দেখা,
মুখপানে ভেসে উঠে মলিন রেখা।
অন্তর মাঝে মোর কষ্ট জ্বালা
হতে পারিনি তোর গলার মালা।—-ঐ
মেহেদি পাতার মতো লাল রঙ্গে
বেঁচেই মরছি হায় কাঁটার আঘাতে!
জনম গেলো মোর আশায় আশায়
কেড়ে নিয়ে গেলে মুখের ভাষা।
প্রতি মুহূর্তে ফুটন্ত ফুলের ছোঁয়া,
দিতে দিতেই গেলো প্রাণ খোয়া।
সর্বত্র দিয়েও যারে যায় না দেখা,
মুখপানে ভাসে শুধু মলিন রেখা!
ধন দৌলত আমি চাইনারে সাথী,
চাই না হতে এই আমি কোটিপতি।
বন্দি খাঁচার মন-পাখিটা যদি পাই,
বেদনার ক্ষত স্থানটা শুকাতে চাই —২ বার
যদিও আমি তোর দৃষ্টিতে কালা,
ভালোবাসা আছে মোর প্রাণঢালা।—–ঐ