বিরহমিলন
শারমিনা ইয়াছমিন
সেই বৃহস্পতিবার শেষ বিকেলে দেখেছিলাম তোমায়,
কষ্টকাতর বেদনার্ত মন নিয়ে জানিয়ে ছিলাম বিদায়।
মামলাবাজের কারণে তুমি ছুটে চলেছো দূর দূরান্ত,
ভীষণ একা হয়ে গেছি, বড় একা, কষ্টের নেই অন্ত।
এক দুই তিন গুণে গুণে
তিন মাস হয়ে গেলো পার,
ছোট্ট ছোট্ট ছেলেদের নিয়ে
কষ্টে দিন কাটছে আমার।
যখন তুমি পাশে ছিলে বুঝতে পারিনি তোমার অভাব,
আজ তুমি অনেক দূরে পাল্টে গেছে আমার স্বভাব।
আগে খাওয়া দাওয়া চলা ফেরায় ছিল কড়া নিয়ম,
এখন সব কিছুতেই চলছে অলসতা হেলা, অনিয়ম।
দিন রজনী তোমার সাথে
নয় ছয় লেগেই থাকতো,
রাগ অভিমান সব মনের
গহীন কোটরে বাসা বুনতো।
বলোতো এখন উনিশ-বিশ ঝগড়া কার সাথে করি,
কোলাহল শূন্য নীরব মনের নীলচে-সবুজ রঙিন বাড়ি।
চাপা কষ্ট গুলো মনটাকে অস্থিরতায় বিষিয়ে তুলছে,
এই প্রথমবার কি যেন হারিয়ে ফেলেছি মনে হচ্ছে।
১ Comment
অসাধারণ।সবার যদি এই value able speech টা পড়ার সুযোগ হতো আমার বিশ্বাস সহজে কেউ কাউকে ছেড়ে নির্জনে একাকি থাকত না। ধন্যবাদ আপনাকে