১৬৫ বার পড়া হয়েছে
বিবর্তন
সৈয়দা রোখসানা বেগম
সময়ের সাথে বদলে যায়
গোটা পৃথিবী,
সয়ে যায় এই বদলে যাওয়া
সবুজ থেকে বাদামী I
জোয়ারের ঢেউয়ের নীল জলরাশি ,
উত্তাল তরঙ্গ ,
আবার নেমে যায়
ভাটার সাথে ঘোলাটে পানি I
আবার ফিরে আসে
কিন্তু তা ভিন্ন রূপে,
ভিন্ন আশায়, ভিন্ন ভালোবাসায় ,
শিখিয়ে দিয়ে যায়
যা গেছে তার অবদানে , তার গভীরতায় I
যারা খুঁজে বেড়ায়
তারা পেয়েও যায়,
যারা খুঁজে না তারা হারায় I
যা পাওয়া যায়, সেতো অন্যরূপে !
তবু তাঁরা তৃপ্ত হয়
নতুনের প্রত্যাশায় I
হয়তোবা তৃপ্ত হয় নতুনত্বে,
তবু খুঁজে ফেরে পুরাতনের মাঝে II
___________
সৈয়দা রোখসানা বেগম
কানাডা: December 29,2022