বিত্তের মহড়া
সাঈদা আজিজ চৌধুরী
বিত্তের চৌকষ মহড়ায় গা ভাসিয়ে বস্তুভোগে অন্তঃসারশূন্য ভবিতব্য।
ভোরের চাঁদের মতো দৃষ্টি ক্ষয়, গোলকধাঁধাঁর শৃঙ্খল সর্বত্র।
বিভাজনের নগরী অতিশয় দুঃখিত মানুষ যখন অভুক্ত।
প্রতিযোগিতার পাঠশালা বৈভবের পানশালায় পায়চারি।
নৈমিত্তিক স্বাচ্ছন্দ্য শহরের কষ্টস্রোত ভাষাহীন উপলব্ধি।
বিভাজন ক্রমেই বর্ধিত আশা নিরাশার বাজেট প্রণীত।
মূল্যস্ফীতির খোলা বাক্স নগরীর চোখে ধোঁয়াশা আলো।
দ্রব্যমূল্যের সরব উপস্থিতি মধ্যবিত্তের নীরব কোলাহল।
ক্ষুধা কাতর বহ্নি জ্বলে অভুক্ত উদরে হতেও পারে উদগীরণ।
সূতা কাটা ঘুড়ি অরণ্য আঁধার দীর্ণ আঘাত বুনোস্রোতে নিশ্চিহ্ন।
ঘূর্ণি বাতাস ক্ষিপ্ত দাবদহন বর্ষার পদধ্বনি শুনতে ব্যাকুল।
মানবাত্মার মহার্ঘ্য মন্দির নিস্তব্ধ ধ্বংসস্তুপ নৈবেদ্যহীন।
হৃদয় আঁধারে প্রেমবতীর মৃৎপাত্র আকাশ অন্তরীক্ষে কান্নার সিম্ফনি।
অসংখ্য ব্যথার নিকোটিন পান করে জীবনের নকশী।
আবেগী বর্ণমালার গল্পেরা কীর্তিনাশার দুঃখস্রোত ছায়ালোক শতাব্দীর।