বিজয় মোর আঙিনায়
পি. এ. প্রশান্ত রায়;
এ যেন কোটি মানুষের প্রেরণা
লাখো মানুষের রাতজাগা স্বপ্ন
আনতে হবে এক নতুন সকাল
জয়ের আলোয় সজ্জিত।
হাতে হাত রেখে যুদ্ধে নেমেছে
ভুলে গেছে আপন কষ্ট
কাঁধে রেখেছে কাঁধ
করেছে শত্রুর মোকাবেলা
ভেঙেছে হাজারো বাঁধ।
লক্ষ মাতা সন্তান হারিয়ে
অশ্রুজলে ভিজে আঁচল
হননি তবুও দুঁঃখে কাতর
যুদ্ধের নেশায় জাগিয়েছে তাদের
পিছু হতে করেছে বারণ।
আদরের শান্ত ছেলে লড়তে শিখেছে
অস্ত্র হাতে ছুড়তে জেনেছে
ছাত্র, শিক্ষক, কৃষক সবাই
করেনি জীবনের মায়া
লাফিয়ে পড়েছে যখন তখন
যেথায় পাক হানাদারের ছায়া।
সকল জাতি ছিল ভাই-ভাই
যেথায় নেমেছে রাত
কি ঠাণ্ডা, কি বৃষ্টি
বন্য, অরণ্যে এনেছে প্রভাত।
মা বোনের সম্মান নিয়ে যারা
করেছে আজব খেলা
ভেঙে দিয়েছে তাদের দূর্গ
কতই না মা বোন মোদের
জীবন করেছে উৎসর্গ।
আর নয় হানাদারের জুলুম অত্যাচার
জীবন তাদের করব সাবার
যুদ্ধে নেমেছি হারিয়েছি ভয়
উড়বে আকাশে লাল সবুজ পতাকা
হবেই মোদের বিজয়।