বিজয় দিবস।
(শামীমা আক্তার)
বিজয় তুমি এসেছিলে পাঁচ দশক পূর্বে এ বাংলার মাঝে,
বিদ্রোহী হয়ে নারীদের দেহ ক্ষত-বিক্ষত,ইজ্জত,সম্ভ্রম হারানোর মাঝে,
নয় মাস চলছিল বিরতিহীন ভাবে, শেষ হয়নি আজও চলছে ধর্ষণ রূপে,
আজ ও প্রতিদিন হচ্ছে হাজারো কন্যা জায়া জননী সম্ভ্রম হারা, ধর্ষিত,
লাশ ঘর,কবর, শিশু মানছে না চলছে রক্তপিপাসু নরমাংস খাদকের কর্মকাণ্ড
মা হারালো তাঁর যুবক ছেলে,উচ্ছল কন্যার প্রাণ চঞ্চলতা ইজ্জত সম্ভ্রম,
তাঁর তো পাওয়া হয়নি উপযুক্ত সম্মান এবং জীবন নিশ্চয়তার দাম,
সুন্দর স্বপ্ন নিয়ে স্বাধীন সত্ত্বায় বেঁচে থাকার আশা ছিল,
সে আশা আজ ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গেছে ক্ষমতার অপব্যবহার ও অপশক্তির কাছে,
ভেবেছিলাম বিচারের বাণী ন্যায্য সুরে ফিরিয়ে দিবে কাঙ্খিত পণ,
অবৈধ, অপশক্তির নিকটে বহাল তবিয়তে দখল করে আছে সেই আসন,
অকাতরে জ্ঞানীগুণী, বুদ্ধিজীবীদের প্রাণের হলো করুণ পরিনতি,
শিক্ষাঙ্গন হলো বিশৃঙ্খলার কেন্দ্র বিন্দু মেরুদন্ড ভেঙ্গে ঢুকে গেল রাজনীতি,
এখনো চলছে দূর্বলের উপর সবলের অত্যাচার খাঁটি শোষকের শোষণ,
পাঁচ দশক পূর্বে এসেছিল স্বাধীন মাতৃভূমিতে উড়িয়ে বিজয় নিশান,
পেয়েছি বিজয় হয়েছি স্বাধীন মন থেকে হয়না সংশয় অবসান,
হলে কি হবে নয় মাসে স্বৈরাচার, রক্তক্ষয়ী নরপিশাচদের আশ্চর্য পরাজয়!
মনে হয় যেন নিজ দেশে পরবাস, চতুর্দিক ঘিরে আছে অবৈধ অপশক্তির বলয়,
বিজয় নয়তো মুখের বুলি, শুধুই আনন্দ উল্লাসের বিরাট ধামাকা,
বিজয় তো সফল কাজের লাখো শহীদের স্মৃতিতে অঙ্কিত লাল সবুজের পতাকা।
১ Comment
কবির কবিতা যেমন আক্ষেপ করে বলছে বিজয়ের পূর্ণতা যেমন সাধারণ ভোগ করতে পারছে না এখনো। যাদের রক্তের বিনিময়ে, মা বোনের সম্ভমের বিনিময়ে এই স্বাধীনতক তাঁরা যথাযথ সম্মান পাচ্ছে না।
অদরুপ কবি সকল শহীদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে চলছে।লাল সবুজের পতাকা যেন সকল শহীদের স্মৃতি ধারণ করে আছে বাংলার বুকে।
অসাধারণ একটা কবিতা।