গত ২২ জুলাই ছিল বরেণ্য ছড়াকার আবু সালেহ-এর জন্মদিন, তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেছেন, ফ্রান্স প্রবাসী ছেলে আবু জুবায়ের।
আমার বাবা সাংবাদিক, ছড়াকার ও বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ এর আজ জন্মদিন। শুভ জন্মদিন আব্বু।
তিনি একুশে পদক, বাংলা একাডেমী পদক, শিশু একাডেমী অগ্রণী ব্যাংক পদক সহ বহু পদক পেয়েছেন। গ্রন্থ সংখ্যা ১২০ এর অধিক। ছড়া সংখ্যা লক্ষাধিক। বাংলাদেশের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সাবেক প্রধান, বাসসের বিশেষ প্রতিনিধি।
কবি শক্তি চট্টোপাধ্যায় ১৯৬৯ সালের গনভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে স্মৃতিচারণ করেতে গিয়ে লিখেছিলেন
” পল্টন ময়দান থেকে শুরু করে ঢাকার প্রতিটি প্রতিবাদে গর্জে উঠছিল বিপ্লবী আবু সালেহ এর ছড়া । তিনি তাঁর প্রতিটি ছড়ায় পূর্ব পাকিস্তানের স্বাধীনতার দাবী উত্থাপন করেন”।
কবি সুফিয়া কামাল বলেছিলেন ” আমার সবচেয়ে প্রিয় ছড়াকার দুইজন একজন অন্নদাশংকর রায় এবং আরেকজন আবু সালেহ”।
মনিষী আহমেদ ছফা বলেছিলেন “বিপ্লবী হতে গেলে আবু সালেহ এর মতো সাহস থাকতে হয়”
কবি আল মাহমুদ লিখেছিলেন “বিপ্লবী ধারার ছড়ার শ্রেষ্ঠ কবি আবু সালেহ”
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তাঁর প্রতিটি বক্তব্যের আগে আবু সালেহ এর ছড়া পাঠ করতে বলেতেন।
দেব দুলাল বন্দ্যোপাধ্যায় আকাশ বাণীতে বললেন স্বাধীনতায় উন্মুখ এক ছড়াকার ঢাকার রাজপথে আগুন ধরিয়ে দিচ্ছেন।
অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেন , আবু সালেহ এর ছড়া এই দেশের ইতিহাসের অংশ হয়ে থাকবে।
কবি শামসুর রাহমান বলেন, আবু সালেহ এর ছড়া কবিতাঙ্গনেও প্রভাব বিস্তার করেছে।
ছড়াকার ফয়েজ আহমেদ বলেন , আবু সালেহ এর ছড়া হাজার বছর ধরে বাংলাদেশের মানুষের মধ্যে চর্চা হবে।
কবি হেলাল হাফিজ লেখেন, বন্ধুবর আবু সালেহ বিপ্লবী মানুষ এবং ছড়াকার।
কবি ফজল শাহাবুদ্দিন বলেন, আবু সালেহ ছড়ায় স্বৈরে গোছল করায়ে দেয়।
কবি জসীমউদ্দিন আবু সালেহ এর ছড়ার অনুরক্ত হয়ে তাঁকে স্নেহবদ্ধ করেন।
কমরেড আব্দুল মতিন বলেন আবু সালহ এর ছড়ায় মুক্তির স্বাদ পাওয়া যায়।
কমরেড কামাল লোহানী বলেন , আবু সালেহ আমার কাছের দুইজনের একজন। সালেহ কিংবা আমি কখনই আদর্শ্চ্যুত হইনি; আমরা আমাদের মূল কাজটি ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে করে যাচ্ছি।
ছড়াকার আমিরুল ইসলাম বলেন, আবু সালেহ বাংলা ছড়ায় একক ও অদ্বিতীয়
ছড়াকার লুতফর রহমান রিটন বলেন , আবু সালেহ ভাই আমাদের সময়ের বাংলা ছড়ার অঘোষিত লিডার।
কবি ফরহাদ মজহার বলেন, বন্ধুবর, বিপ্লবী ছড়াকার আবু সালেহ;
ছড়াকার ও বাংলা একেডেমির সাবেক মহাপরিচালক শাহেদ মোহাম্মদ শাহেদ বলেন , বাংলা ছড়া সাহিত্যের বাঁক পরিবর্তনে আবু সালেহ এর ছড়া বিশেষ ভূমিকা রাখে; যার কাছে ছড়া ভাষা প্রতিবাদী এবং আগুনে পরিণত হয়েছে।
নাজিমুদ্দিন মানিক লিখিত একাত্তরের অসহযোগ আন্দোলনের দিনগুলি বইতে “লেখক শিল্পী মুক্তি সংগ্রাম পরিষদের অগ্রভাবে ছিলেন উন্মেষ সভাপতি জহিরুল ইসলাম , মসসিন শস্ত্রপানি, ছড়াকার আবুসালেহ, অভিনেতা হাসান ইমাম প্রমুখ।