৫১ বার পড়া হয়েছে
বাবুসাহেব
-কাজী কাঁকন
তোমার থাকা আমার আমিত্বকে আলোকিত করেছে,
তোমার থাকা ভালোবাসতে শিখিয়েছে নিজেকে,
তোমার থাকা আমাকে শক্তিময়ী করেছে।
তুমি এতটা কল্যাণকর যতটা তোমার থাকা
এতটা তুমি অর্থময় যতটা তোমার থাকা
এতটা তুমি উৎসব যতটা তোমার থাকা।
তোমার থাকাকে বড় প্রাণপণে চাই।
ভালোবেসে কখনও কিছু যদি দিতে চাও,
হীরে মুক্তো নয়,
লাল গোলাপ নয়,
তোমার স্পর্শ নয়,
আলিঙ্গন নয়,
ভালোবাসি শব্দটির উচ্চারণ নয়,
কাছে থাকা নয়,
এমনকী দু’দণ্ডও নয়।
দিতে হলে তোমার থাকাটুকুই দিও।