১৯২ বার পড়া হয়েছে
বাবুর দাদীমা
শারমিনা ইয়াছমিন
বাবুর লক্ষী দাদীমা,
খায় শুধু মিঠা পান।
ঠোঁট লাল করে,
বেসুরে গায় রসিক গান।
একদিন না পেলে,
নেয়ামত সেই মিঠা পান,
গোমরা মুখে হায়,
যায় যায় তার প্রাণ।
পানের সাথে খায়
জর্দা, চুন ,সাদা পাতা।
সুপারি না কিনলে,
মুখ’টা শুকিয়ে তেজপাতা।
ছোটদের মতো অভিমানে,
বদ্ধ রুমে মুখ ফুলিয়ে।
বকবক সুরে দেবে
চোদ্দ গুষ্টির নাম ভুলিয়ে।
দাদীমা দেখতে শ্যামলা,
নয় তো তেমন কালো।
পান পেলে উনার,
মনটা থাকে ভীষণ ভালো।
বয়সে চুল পেকেছে,
বুড়ো হয়নি তো মন।
নাতির সাথে সবসময়,
হেসে খেলে কাটায় জীবন।।