বাবাকে লেখা
রোকশানা আক্তার (ছায়াময়ী)
আমি তখন `ন’ মাসের গর্ভে
মাত্র ক”টা দিনের জন্য
মুখ দেখা হলো না তোমার।
মাকে বলেছিলে-
ছেলে হলে নাম রেখ `বীর’
মেয়ে হলে পতাকা।
আর বলেছিলে-
ফিরে এসে স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে
আমায় নিয়ে বিজয়ের শ্লোগান দিবে।
মা সেই আশাতেই রইলো-
শুরু হলো ভয়াবহ যুদ্ধ
চারদিকে গুলির শব্দ
আঁৎকে ওঠা মায়ের বুক।
রক্ত, লাশ, থম থম পরিবেশ।
এক সময় সব কিছুর অবসান ঘটল।
দেশ স্বাধীন হলো।
চারদিকে বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ল ।
এক এক করে অনেকেই ফিরে আসতে লাগলো।
দ্বীপের বাবাও ফিরে এলো,
তুমিই শুধু ফিরে এলে না ।
মা বলেছিল,
আমার জন্মের প্রথম বোল ছিলো বাবা;
এই ডাকটা আজও আমার কাছে প্রিয় হয়ে রয়।
আমি পতাকা,
আজও কাউকে বাবা ডাকতে পারিনি।
আমার অপ্রাপ্তিটুকু বাবার আত্মত্যাগ।
এই স্বাধীনতা, ভূখণ্ড, এই মানচিত্র ।
বাবা তুমি ভালো থেকো ।