২২৪ বার পড়া হয়েছে
বাংলার মাছ
আজিজুন নাহার আঁখি
ইলিশ হলো মাছের রাজা
গভীর জলে তার বাস
আইর মাছের তিন কাঁটা
গায়ে নাই তার আঁশ।
রুই কাতলা উঠছে ভেসে
দেখতে লাগছে বেশ
চিতল মাছের রুপের মাধুরী
থাকবে অনিঃশেষ।
বোয়াল মাছের লম্বা দাড়ি
থাকে গভীর জলে
অন্য মাছ সামনে পেলেই
টুপ করে গিলে ফেলে।
খলসে মাছের ছটফটানি
পুঁটি মাছের হাসি
সোল মাছের রঙিন পোনা
ভাসছে রাশি রাশি।
বাইম মাছ লুকায় গর্তে
ধরা বেজায় কষ্ট
শিং মাছের কাঁটার বিষে
জীবন হলো নষ্ট।
তেলাপিয়া মাথা বারিয়ে
খাচ্ছে কতো কিছু
টাকি মাছ দিচ্ছে ডুব
টেংড়া নিচ্ছে পিছু।