বর্ষা সুন্দরী আষাঢ় লগনে
ফরিদা ইয়াসমিন
ষড়ঋতুর বাংলাদেশে আষাঢ়- শ্রাবণ মেঘের মাসে,
অপরূপের দেশে রূপ সুষমায় বর্ষা সুন্দরী হাসে।
ঝুমুর ঝুমুর বৃষ্টি তরঙ্গে বর্ষা খেলছে নব তারুণ্যে।
মন ময়ূরীর উচ্ছ্বলতায় বর্ষা বিলাসী হৃদয় অরণ্যে।
বর্ষা এলো প্রকৃতিতে জাগলো প্রাণের কোলাহল,
নদ-নদীতে ঢেউ খেলে জল ছলাৎ ছলাৎ ছল।
নদীর বুকে নৌকা ছুটে সাম্পান মাঝির গানের সুরে,
ছুটছে নৌকা পাল তুলে রে অচিন বহুদূরে।
বিজলী ছটায় বজ্র চমকে বর্ষা এলে বনে বনে,
ময়ূর নাচে পেখম মেলে হৃদয়ের আমন্ত্রণে।
চৌদিকেতে প্রাণের জোয়ারে ভাসে বর্ষা সুন্দরী!
দু’চোখ জুড়ে রিমঝিম রিমঝিম আহা মরি মরি !
আষাঢ় এসেছে কদম ফুটেছে রঙ্গিন স্বপ্নে প্রাণ
কদম সুবাসে উঠেছে জেগে হৃদয়ের যত গান ।
মন ছুটে যায় দূর আকাশে মেঘ বালিকার সনে,
বর্ষা হয়ে ছড়িয়ে পড়ি বৃষ্টি বিধুর মধুর লগনে ।
কেতকী যূথিকা দোলনচাঁপা ফুটেছে বনে বনে,
ফুলেল সুবাসে সোঁদা মাটির গন্ধে আকুল মন অঝোর বরিষণে।