বর্ষার প্রতি নিবেদন
হুসাইন আহমেদ হিরু
বর্ষা তুমি প্রিয়তমার চুল ভিজিয়ে দাও,
আমার তরে তার হৃদয়ের গভীর প্রেম জাগাও।
আমি যেন তার হৃদয়ের সুরের ঐকতানে,
বৃষ্টির টিপটিপ তালে প্রিয়াকে পাগল করি গানে।
বৃষ্টির প্রতি ফুটার প্রতি করি আহ্বান,
বেতালে তুমি পরো নাকো প্রিয়ার জন্য গাইতে দিও গান।
বিজলীর চমকে শিহরিত প্রিয়া আসবে আমার বুকে,
তোমার আবেশে অনন্যাকে জড়িয়ে নেব সুখে।
ঝড়ো বাতাসে বইবে যখন নিয়ে রাশি রাশি বৃষ্টি,
ভালোবাসায় প্রিয়া আর আমি করব প্রেমের মহাকাব্য সৃষ্টি।
ঝিরিঝিরি বৃষ্টিতে সিক্ত হব মোরা,
মোদের ভালোবাসায় হবে বিশ্বজয় সূচিত বসুন্ধরা।
বৃষ্টিস্নাত এইযে বিকেল মোরা করব স্মরণীয়,
প্রেম সাগরে আজ যে সুধা জাগিছে তা বড়ই অমিয়।
বর্ষায় প্রেম মধুর অধিক সুখের আবেশ নিয়ে,
তাইতো সে আমি আর তুমি মিলে যাবো প্রেমগীত গেয়ে।