১৩১ বার পড়া হয়েছে
বর্ষাকাল
চিত্তরঞ্জন সাহা চিতু
আষাঢ় শ্রাবণ বর্ষাকাল
বছর ঘুরে আসে,
মেঘের ভেতর লুকিয়ে তখন
সূর্যমামা হাসে।
বৃষ্টি পড়ে সারাটা দিন
টাপুর টুপুর তালে,
বৃষ্টি পড়ে টিনের চালে
সবুজ গাছের ডালে।
বৃষ্টি পড়ে মাঠটা জুড়ে
বনের পাখী চুপ,
এই বর্ষায় বাংলাদেশের
পালটে যায় রূপ।
বৃষ্টিতে সব ভিজে ভিজে
দুষ্টু ছেলের খেলা,
কদম গাছের ডালে ডালে
যেন ফুলের মেলা।
বর্ষাকালে পুকুর ঘাটে
সোনা ব্যাঙের গান,
এই বর্ষায় এই বাঙালির
তাইতো নাচে প্রাণ।
_____________
বড় বাজার, চুয়াডাঙ্গা