একটা প্রেম চাই
তসলিমা হাসান
আমি একটা প্রেম চাই, প্রেম!
যে প্রেম হবে মধুর,
কষ্ট নামের শব্দটা থাকবে বহুদূর।
আমি একটা মন চাই মন।
যে মনে থাকবে না ছলনা,
আমি এমন এক জোড়া চোখ চাই।
যেথায় থাকবে না মিথ্যে কোন মায়াজাল।
আর মুখে থাকবে না মিথ্যে আশ্বাসের ফুলঝুড়ি।।
আমি এমন একটা মনের মানুষ চাই।
যার কাছে ভালবাসা নামের শব্দটা থাকবে স্পষ্ট।
আমি একটা প্রেম চাই, প্রেম!
যে প্রেমে থাকবে অনেক রং,
প্রেমিক-প্রেমিকার সাথে করবে নাকো ঢং।
এমন একটা প্রেম চাই, প্রেম!
যে প্রেমে থাকবে খোলা আকাশ
মিথ্যে নামের শব্দটা তথায় করবে না বসবাস।
সত্যি আমি এমন একটা প্রেম চাই।
কবিতাঃ-একটা প্রেম চাই
তসলিমা হাসান
কানাডা, ১১-০৭-২০২১
১ Comment
Excellent.